বিতর্ক যেন পিছু ছাড়ে না বলিউড অভিনেত্রী ও প্রযোজক একতা কাপুরের। চলতি বছর শুরুর দিকে কর্মীদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আইনি সমস্যায় পড়েছেন তিনি। আবার অক্টোবরের শুরুতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা শুনেছেন ওয়েব সিরিজ ‘এক্সএক্সএক্স’-এর জন্য। আপত্তিকর বিষয়বস্তু দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তবে এবার শর্টস পরে মন্দিরে প্রবেশ করায় তাকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
পরনে সাদা-গোলাপি সোয়েট শার্ট আর হাঁটু ঝুলের কালো স্ল্যাক্স। মনে হচ্ছে সকালের জগিং সেরে সরাসরি মন্দিরে এসেছিলেন একতা। তা নিয়েই নেটদুনিয়ায় শোরগোল। নেটিজেনদের মন্তব্য, মন্দির পবিত্র স্থান। সেখানে এই পোশাকে কেউ যায়? কী করেছেন তিনি?
সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে মন্দির চত্বরে প্রবেশ করছেন একতা কাপুর। পরনে সাদা-গোলাপি সোয়েট শার্ট আর হাঁটু ঝুলের কালো স্ল্যাক্স। জুতো খুলে ভিতরে ঢুকলেন। সেই দেখেই নিন্দার ঝড়।
যদিও অতিরিক্ত খাটো প্যান্ট বা শর্টস তিনি পরেননি। তারপরও শুনতে হলো, ‘শর্টস পরে মন্দিরে এসেছেন কেন?’
একজন মন্তব্য করেছেন, ‘এঁরা মন্দিরের মর্যাদাই বোঝেন না। দেবস্থানে কেউ শর্টস পরে?’ আরেকজন লিখেছেন, ‘কিছু তো আদব-কায়দা, ভদ্রতা শিখুন। মন্দিরে এ ভাবে যাওয়া যায় নাকি?’
সূত্র : আনন্দবাজার পত্রিকা