ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। দিনটিকে স্মরণীয় করে রাখতে স্বামী রাকিব বিশেষ উপহার দিয়েছেন স্ত্রী মাহিকে। সেটি হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে ভক্তদের দেখার সুযোগ করে দেন মাহি নিজেই।
এদিকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন মাহিয়া মাহি। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। গতকাল বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম পেজবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মাহি। পোস্টের ক্যাপশনে নায়িকা লেখেন-আলহামদুলিল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটি।
পেশায় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। বর্তমানে সন্তানসম্ভবা নায়িকা কয়দিন আগেই সাধের অনুষ্ঠান করেন।