আবারও চমক দেখাল বসুন্ধরা কিংস। বিশ্বকাপ অভিজ্ঞতা থাকা আরও এক ফুটবলারকে দলে ভেড়াল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইরান দলে
ছিলেন রেজা খান জাদেহ। যদিও দুর্ভাগ্যক্রমে কোনো ম্যাচ খেলা হয়নি তার।সেই রেজাকেই আজ নিজেদের নতুন ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিল দেশসেরা ক্লাবটি।
আজ শনিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে ২০২২-২৩ মৌসুমের জন্য উভয় পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। গত মৌসুমে খেলা আরেক ইরানি ডিফেন্ডার খালেদ শাফির জায়গায় রেজা খানকে দলে টেনেছে চ্যাম্পিয়নরা। গত মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় তাকে না রাখার সিদ্ধান্ত নেয় কিংস কর্তৃপক্ষ।
২০১৮ সালে দানিয়েল কলিন্দ্রেসকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল বসুন্ধরা কিংস। কলিন্দ্রেস কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ অংশ নেন। কলিন্দ্রেসের মতো বিশ্ব আসরে দেশের হয়ে লড়াই করার সুযোগ না হলেও, রেজার আছে বিশ্বকাপ দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা। আগামী মৌসুমের পুরোটা সময় কিংসের হয়ে খেলবেন এই ইরানিয়ান। জাতীয় দলের জার্সিতে ১৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১টি।
রেজা খান জাদেহ সবশেষ খেলেছেন ইরানের শীর্ষ লিগের ক্লাব গোহার সির্জান এফসির হয়ে। ইরানের বাইরে কাতারের ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। খেলছেন আল আহলিতে।
দেশের ফুটবলে একের পর এক চমক উপহার দেওয়া বসুন্ধরা এর আগে লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ হার্নান বার্কোসকে এনে তাক লাগিয়ে দিয়েছিল।