পটুয়াখালীর গলাচিপায় বর্তমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থাপনায় জাতীয় জলাতঙ্ক নির্মূল বিষয়ে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের সবাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আব্দুল মমিন এর সভাপতিত্বে জলাতঙ্ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: নুরুদ্দিন, ডা: তরিকুল ইসলাম হাসিব, ডা: নাঈমুল ইসলাম লিমন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান
বিশ্বাস, ডাকুয়া ইউপি চেয়াারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।
সভায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় কুকুরের টিকা প্রদান করা জনসাধারণকে জলাতঙ্ক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিরলক্ষে। শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, হাট -বাজার গুলোতে যদি ৩ রাউন্ড টিকা প্রদান করা যায়, তবে দেশের জলাতঙ্ক নির্মূল হবে বলে বিশেষজ্ঞরা মনে করে। এ ভয়াবহ জলাতঙ্ক কুকুরের কামড়, বিড়াল, বেজি , বানরের কামড় বা নখের আঁচড় থেকে হতে পারে । এ ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আব্দুল মমিন সকলকে আহ্বান জানান।