নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে বড় জয় পেয়েছে লেস্টার সিটি। ঘরের মাঠে সফরকারীদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।
প্রথমার্ধেই তিন গোলের লিড পায় লেস্টার। ২৫ মিনিটে ম্যাডিসনের গোলে ডেডলক ভাঙ্গে তারা।দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হারভি বেমস। ৩৬ মিনিটে ম্যাডিসনের দ্বিতীয় গোলে ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা
৯ মিনিটের ঝড়ে বিপর্যস্ত হয় নটিংহ্যাম ফরেস্ট। ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ম্যাডিসনের অ্যাসিস্ট থেকে ৭৩ মিনিটে দলকে ৪-০ গোলের লিড এনে দেন প্যাটসন ডাকা।