মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। রোববার (২ অক্টোবর) দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে ভিসার ছবি দিয়ে এক পোস্ট করেন এই অভিনেত্রী। তবে কিছু বাদেই পোস্টটি পাওয়া গেলেও এতে সংযুক্ত ছবি পাওয়া যায়নি।
ওই পোস্টে পূজা চেরি এবং তার মা ঝরনা রায় যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট শেয়ার করেন।পোস্টে তিনি লেখেন, অবশেষে আমরা এটা পেয়েছি।
পূজা চেরির যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর আগেই শোনা গিয়েছিল। সেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত চলচ্চিত্রের একজন প্রযোজক পূজা চেরিকে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে শোনা যায়। তবে সে যাত্রায় পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।