প্রিমিয়ার লিগে শনিবার (১ অক্টোবর) সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল জায়ান্ট চেলসি। দারুণ উত্তেজনায় ঠাঁসা ম্যাচে ২-১ গোলে
জয় পেয়েছে ব্লুজরা। জার্মান কোচ থমাস টুখেলের বিদায়ের পর টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখল চেলসি। এদিন অবশ্য শুরুটা ভালো হয়নি ব্লুদের।ম্যাচের শুরতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে গ্রাহাম পর্টারের শিষ্যরা।
ম্যাচের সপ্তম মিনিটে ওদসোনে এদোয়ার্দ গোল করে এগিয়ে দেন প্যালেসকে। গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য জোর চেষ্টা চালাতে থাকে ব্লুরা। তবে সমতায় ফিরতে তাদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। বার্সেলোনা থেকে এ মৌসুমে চেলসিতে যোগ দেয়া অবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে চেলসি।
বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না চেলসি। ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। মালিকানা বদলে চেনা ছন্দে না থাকা ব্লুরা ছিল আরেকবার পয়েন্ট হারানোর শঙ্কায়।
ম্যাচের একদম অন্তিম মুহূর্তে চেলসির ত্রাতা হয়ে আসেন মিডফিল্ডার কনর গ্যালাঘার। ক্রিস্টিয়ান পুলিসিচের পাস থাকে গোল করে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার। এই জয়ে ৭ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে মাত্র এক জয় পাওয়া ক্রিস্টাল প্যালেস ৬ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।