ঘরের মাঠে লিভারপুল জয়ের খুব কাছে গিয়েও তারা হেরেছে ব্রাইটনের ফরোয়ার্ড লিয়ানদ্রো ত্রোসার্ডের কাছে। বেলজিয়ান এ তারকার হ্যাটট্রিকে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোল ব্যবধানে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১০ অক্টোবর) ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা লিভারপুলকে জোড়া গোল করে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। এরপর প্রতিপক্ষে আদাম ওয়েবস্টারের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল অল রেডরা।ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় প্রহর গুনছিল স্বাগতিক সমর্থকরা। এমন সময় তাদের হতাশ করে ব্রাইটনকে সমতায় ফিরিয়ে ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন ত্রোসার্
গত মৌসুমে লিভারপুল লড়েছিল শিরোপার জন্য। ৩৮ ম্যাচে ২৮ জয় ও ৮ ড্রয়ের বিপরীতে হেরেছিল মাত্র দুটি ম্যাচে। তবে এক পয়েন্ট এগিয়ে থাকায় সেবার তাদের থেকে লিগ শিরোপার মুকুট কেড়ে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। আর চলতি মৌসুমে লিভারপুলের জন্য সেরা চারে থাকাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ৭ ম্যাচে ২ জয় ও ৪ ড্রয়ে ১০ পয়েন্ট তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার নয়ে।