একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়েব শো-তে সৈন্যদের অপমান করার অভিযোগে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিহারের একটি আদালত।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওয়েব শো ‘ট্রিপল-এক্স (সিজন ২)’-এ সৈন্যদের অপমান এবং তাদের পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে একতা ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
আদালত সমন জারি করলে তারা আদালতে হাজির না হয়ে শোয়ের কিছু দৃশ্য আপত্তির পরে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান।এরই প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাদের বিরুদ্ধে
অভিযোগ উঠেছে, ওই শো-তে একজন সৈনিকের স্ত্রীর সাথে সম্পর্কিত বেশ কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যেগুলো কোনো ধরণের অনুমতি ছাড়াই তার শোতে ব্যবহার করেছেন একতা।