এক সিনেমা দিয়েই যেন হাওয়াবদল করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এবার তার পরিচালনায় ‘হাওয়া’ যাচ্ছে অস্কারের আসরে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা দর্শকনন্দিত এই সিনেমাটি।
রোববার বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম ইন্ডাস্ট্রিজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার দুটি সিনেমা জমা পড়েছিল।সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে। অ্যাকাডেমি অব মোশন
পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি
থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের ‘হাওয়া’।
‘হাওয়া’ প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। সিনেমাটির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন
মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।