চিত্রনায়িকা মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে দেওয়া স্ট্যাটাসে খানিকটা রহস্য জমিয়ে রাখেন এই নায়িকা।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘হাসিতে হইয়াছি পাগল, ঘরে থাকতে দিলো না। ’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি।
যদিও মাহির স্ট্যাটাসের লাইনগুলো জনপ্রিয় ফোক গান ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’-এর অংশবিশেষ। তবে নায়িকা কার উদ্দেশে সেটি লিখেছেন তা স্পষ্ট করেননি। অবশ্য এর আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মাহি জানান, ‘আমি লিখতে পছন্দ করি। একটা সুন্দর কথা মনে হলে সেটা লিখে রাখি। রোমান্টিক কথা লিখতে বেশি পছন্দ করি। ’
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে। ’ ত্রিভুজ প্রেমের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ইতোমধ্যে সিনেমাটির গান প্রকাশ্যে এসেছে। সেখানে মাহি-আদরের কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছে।