ছাদখোলা বাসে আনন্দ উদযাপন করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা চাকমারা। পরে তাকে সিএমএইচে নিয়ে তিনটি সেলাই দেওয়া হয়।
বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা।
তাৎক্ষণিক গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স করে সিএমএইচে নেওয়া হয়। তিনটি সেলাইও দেওয়া হয়েছে।
‘ফ্লাইওভারে ব্যানার বা এ রকম কিছু জাতীয় ঋতুর কপালের উপরে লাগে। এরপর গাড়ি থামিয়ে হাসপাতালে নেওয়া হয়। তিনটি সেলাই লেগেছে। ’
তিনি জানান, আঘাত গুরুতর নয়। কিছুক্ষণের মধ্যেই ঋতুপর্ণা অ্যাম্বুলেন্স যোগে বাফুফে ভবনের পথে রওনা দেবে।