ইরানের সরকারি ও সরকার সমর্থিত বেশ কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইট হ্যাকড করেছে ‘বেনামী’ একটি হ্যাকার গ্রুপ। হিজার ইস্যুতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ওই ওয়েবসাইটগুলো হ্যাকড করা হয় বলে আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
উল্লেখ্য, হিজাব ইস্যুতে পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ২২ বছর বয়সী তরুণী মাশা আমিনির মৃত্যু হয়। যদিও ইরানি কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার বা মারধরের অভিযোগ অস্বীকার করে।
বরং মাশা স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়। তবে মাশার পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে।
পুলিশের নির্যাতনে মাশার মৃত্যুর প্রতিবাদ হিসেবে সরকারি ও রাষ্ট্র সমর্থিত গণমাধ্যমের ওয়েবসাইট হ্যাকড করা হয়ে বলে বেনামী হ্যাকার গ্রুপ থেকে দাবি করা হয়। হ্যাকার গ্রুপ আরও জানায়, এটি তাদের প্রাথমিক পদক্ষেপ। ইরানের জনগণ একা নয় বলে জানায় তারা।
হ্যাকারদের মূল উদ্দেশ্য ছিল, সরকারের দুটি প্রধান ওয়েবসাইটে হামলা চালানো। এক একটি হল সরকারের ‘স্মার্ট পরিষেবা’ যেখানে অনেকগুলি অনলাইন পরিষেবা অফার করা হয়। দ্বিতীয় হল সরকারি খবর প্রকাশে মাধ্যম।
ওই ওয়েবসাইটের সমস্ত ডাটাবেস মুছে ফেলা হয়েছে বলে দাবি হ্যাকার গ্রুপের।