কিছুদিন আগেই মা হওয়ার সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নতুন অতিথি আসার সুবাদে কাপুর ও ভাট পরিবারে এখন খুশির হাওয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় হবু মাকে। ঘন ঘন ‘মুড স্যুইং’, নানা ধরনের খাবার খাওয়ার ইচ্ছা হতেই থাকে।
আলিয়ার ক্ষেত্রেও তার অন্যথা হল না।
মাঝরাত্রে বায়না ধরলেন নায়িকা। মধ্যরাতে মুম্বাইয়ে ভালো পিৎজা রেস্তরাঁর খোঁজ শুরু করলেন। এমনিতে সারা বছর কঠিন ডায়েটের মধ্যে থাকতে হয় তাদের। কিন্তু এটা তো ভালমন্দ খাবারই সময়।
মাঝরাতে সবাইকে জিজ্ঞেস করতে শুরু করলেন, ভালো পিৎজার দোকান কোথায়? তার উত্তর অবশ্য জানা যায়নি। সেই নিশুত রাতে রণবীর পিৎজার ব্যবস্থা করেছিলেন কি না, সেই উত্তরও মেলেনি।
এদিকে, ছবির প্রচারের পর এই মুহূর্তে মাতৃত্বযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী। আগামী মাসেই হবে তার সাধের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন করিনা কাপুর, শ্বেতা বচ্চনসহ বলিপাড়ার অনেকেই।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর চলতি বছরেই বিয়ে করেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর এই বছরের শেষেই হবে নতুন অতিথির আগমন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা