টি২০ বিশ্বকাপে মোহাম্মদ নবির ওপরই আস্থা রাখল আফগান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে নবি ব্যাটে-বলে ছিলেন চরম ব্যর্থ। তবুও বিশ্বকাপে তাকে অধিনায়ক করেই ১৫ সদস্যর দল ঘোষণা করল আফগানিস্তান। দলে একমাত্র নতুন মুখ সেলিম সফি।
এ ছাড়াও দলে ফেরানো হয়েছে কায়েস আহমেদ এবং দারউইশ রাসুলিকে।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি, হাসমতুল্লাহ শহীদি, আফসার জাজাই, করিম জানাত এবং নুর আহমেদ। বাদ পড়তে পারতেন নবিও। তবে দলের অধিনায়ক বলেই কিনা বিশ্বকাপ দলে টিকে গেছেন তিনি। এশিয়া কাপের ৪ ইনিংস ব্যাট করে মাত্র ১৬ রান করেন তিনি। বল হাতে পান মাত্র ৩ উইকেট।
দলে ভারসাম্য আনতে ফেরানো হয়েছে লেগ স্পিন অলরাউন্ডার কায়েস আহমেদ এবং মিডল-অর্ডার ব্যাটার দারউইশ রাসুলিকে। সম্প্রতি ঘরোয়া টি২০ টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন কায়েস। ৮ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন।
রাসুলি আঙুল ভাঙার কারণে অনেকদিন ছিলেন মাঠের বাইরে। তবে ফিরে এসে শপাগিজা ক্রিকেট লিগে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। এক ম্যাচে মাত্র ১৯ বলে ৪১ রান করেন তিনি। আরেক ম্যাচে ৩০ বলে তার ব্যাট থেকে আসে ৫১ রান। সেলিম সফিও একই টুর্নামেন্ট দারুণ খেলার ফলস্বরূপ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।
দল ঘোষণার পর আফগান দলের প্রধান নির্বাচক নুর মালিকজাই বলেছেন, ‘আমাদের সৌভাগ্য, রাসুলি চোট থেকে সেরে উঠেছেন। আমরা বেশ খুশি তাকে বিশ্বকাপ দলে পেয়ে। শপাগিজা ক্রিকেট লিগে সে ফিরেই দারুণ খেলেছে। মাঝের ওভারগুলোতে আমাদের জন্য দারুণ অপশন রাসুলি। আর অস্ট্রেলিয়ার উইকেট পেসারদের সহায়তা করে বলে আমরা সেলিম সফিকে ডেকেছি। সে আমাদের বোলিং ইউনিটে বাড়তি বৈচিত্র্য যোগ করবে। ’
টি২০ বিশ্বকাপে গ্রুপ ১-এ আফগানিস্তান পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপের অপর দুটি দল উঠে আসবে বাছাইপর্ব থেকে। আগামী ২২ অক্টোবর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানরা।
আফগানিস্তানের টি২০ বিশ্বকাপ দল
মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সেলিম সফি এবং উসমান গনি।
রিজার্ভ দল: আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রহমত শাহ।