জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। এতে আহত হয়েছেন দলটির ১০ নেতাকর্মী। এ কারণে সভাটিও পণ্ড হয়ে গেছে।
জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে
স্থানীয় জানা গেছে, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সমর্থনে মতবিনিময় এ সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ দলটির সিনিয়র নেতারা।
সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তৃতার জন্য ডাকা হয়। এ সময় দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তৃতার জন্য না ডাকার কারণ জানতে চাইলে এ নিয়ে নজরুল ইসলাম খানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিও সুজনের সঙ্গে তর্কে লিপ্ত হন। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এর ফলে সভাটি পণ্ড হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, মনোনয়ন জমা দেয়ার আগেই আনুষ্ঠানিকভাবে এমন মতবিনিময় সংবর্ধনার আয়োজন অনেকটাই সমস্যার সৃষ্টি করেছে। আয়োজনটি নির্বাচন শেষ হলে করলেই ভালো হতো।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেন, ‘আমি সভায় ছিলাম না। শুনেছি বক্তব্য দেয়া নিয়ে কিছুটা হট্টগোল হয়েছে। তবে এমন আয়োজনে কে বা কারা বক্তব্য দেয়া থেকে বাদ পড়লো তা দেখার বিষয় নয়। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ’