চ্যাম্পিয়ন্স লিগে জার্মান দুর্গে ম্যাচটা সহজ হবে না, আগে থেকেই ধারণা ছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের। সেকারণেই কি না বেয়ার লেভারকুসেনের বিপক্ষে শুরু থেকেই রক্ষণ দুর্গে বাড়তি পাহারা বসিয়ে রেখেছিল অ্যাটলেটিকো। তবে শেষ পর্যন্ত পেরে ওঠল না। ৮৪ থেকে ৮৭ চার মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে ম্যাচ খুইয়ে আসতে হয়েছে অ্যাটলেটিকোর।
ম্যাচে নামার আগেই জানা ছিল অ্যাটলেটিকোর, চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ডেরায় কিছুক্ষণ আগেই হেরেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সা। ফলে ম্যাচে জয় পাওয়া সহজ হবে না তাদেরও। কৌশলে ভিন্নতা এনে রক্ষণ পাহারায় মনোযোগী হলেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। তবে শেষ পর্যন্ত সফল হতে পারলেন না তিনি।
ম্যাচের প্রথমার্ধে লেভারকুসেনে একাধিক আক্রমণ সামলে বেশ কবার পাল্টা আক্রমণেও গিয়েছিল অ্যাটলেটিকো। তবে গোল আদায়ের জন্য তা যথেষ্ট ছিল না। তবে সফলতা বলতে একাধিক আক্রমণের পরও গোল হজম করতে হয়নি দলটির।
দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণে গতি বাড়ায় লেভারকুসেন। স্প্যানিশদের ডেরায় পরের ম্যাচে জেতা সহজ নয় তাদেরও। ফলে যা করার এখানেই করতে হবে। সেই ভাবনা থেকেই কি না ম্যাচে ফুটবলারদের মধ্যে প্রাণ সঞ্চার হয়। গতি ফেরে আক্রমণে।
একের পর এক আক্রমণে দিশেহারা অ্যাটলেটিকো ভুল করে বসে ৮৪ মিনিটে। অ্যাটলেটিকো রক্ষণদের ফাকি দিয়ে গোল আদায় করেন রবার্ট অ্যান্ড্রিচ। উদযাপনের মুহূর্ত পেয়ে যায় লেভারকুসেন। সেই উদযাপনের রেশ কাটতে না কাটতেই ফের আরেক গোল হজম করতে হয়েছে অ্যাটলেটিকোর। ৮৭ মিনিটে ফরাসি তারকা মুসা ডিয়াবি গোল করলে, তছনছ হয়ে যায় অ্যাটলেটিকোর গোল হজম করতে না চাওয়ার সকল পরিকল্পনা।