ম্যাচে নামার আগেই জানিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষেই দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ। বিদায়ের মঞ্চ প্রস্তুত করে রাখা ছিল। অবশেষ শেষ হল ফ্রিঞ্চের ১৪৫ ওয়ানডের ক্যারিয়ার। ফ্রিঞ্চের বিদায়ের দিনে ২৫ রানে জয় পেয়েছে অজিরা।
একই সাথে কিউইদের সিরিজ হারিয়েছে ৩-০ ব্যবধানে।
ঘরের মাঠে হোয়াইওয়াশে সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে গিয়েছে অস্ট্রেলিয়া। তালিকার শীর্ষে থাকা ইংলিশদের পয়েন্ট ১২৫। ৫ পয়েন্ট পিছিয়ে ১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অজিরা। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে বাংলাদেশের অবস্থান তালিকার ৩ নম্বরে।
ম্যাচে আগে ব্যাট করে স্টিভেন স্মিথের সেঞ্চুরি ও লাবুশেনের অর্ধশতকে ভর করে কিউইদের ২৬৮ রানের টার্গেট দেয় অজিরা।
জবাবে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি কিউই ব্যাটাররা। ফলস্বরূপ ২৫ রানের হার দেখতে হয়েছে তাদের।
এর আগেও প্রথম ম্যাচে ২ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ১১৩ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা ফ্রিঞ্চ এ দিন খেলেন ১৩ বলে ৫ রানের ইনিংস। অবসর নেওয়ার আগে ১৪৫ ওয়ানডেতে তার নামের পাশে আছে ৫ হাজার ৪০১ রান। যেখানে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি ৩০ টি হাফ সেঞ্চুরিতে এই ফরর্মেটে তার ব্যাটিং গড় ৩৯.১৩।