লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ তারহুনা শহরে একটি গণকবর থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে, দেশটির নিউজ এজেন্সি আনাদোলু। লাশগুলো সনাক্তকরণের কাজ চলছে।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশটিতে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান করতে গিয়ে তারহুনা শহরের একটি ল্যান্ডফিল সাইটে মৃতদেহগুলি পাওয়া গেছে। লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা করা হবে।
যুদ্ধ-বিধ্বস্ত লিবিয়ায় গণকবরের আবিষ্কার সাধারণ বিষয়। বিশেষ করে তারহুনা শহরটি ছিল খলিফা হাফতারের প্রাক্তন দুর্গ। লাশগুলো সেসময়কার কি না খতিয়ে দেখা হচ্ছে। হাফতারের বাহিনী এবং সহযোগী মিলিশিয়ারা গত ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত এই অঞ্চলটিতে ব্যাপক যুদ্ধাপরাধ ও গণহত্যা সংঘটিত করেছিল বলে জানিয়েছে, দেশটির নিউজ এজেন্সি।