পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাবের আয়োজনে মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার নব-যোগদানকারী নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও দশমিনা উপজেলার ইউ এন ও, মো. মহিউদ্দিন আল-হেলাল, গলাচিপা নব-নিযুক্ত সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম দ্বয় কে, সাদরে বরণ ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. আলী আশ্রাব কে বদলী জনিত বিদায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন।
বিশেষ অতিথি হিসেবে কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা অফিসার ইনচার্জ ( ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, যুব-উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব-যোগদান দুই কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী সহকারী প্রকৌশলী কে ক্রেস্ট প্রদান করা হয়।