জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ভোলা (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির সেতু বলেন, ‘নিশোর বাবা ১৪ সেপ্টেম্বর আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবশেষ আমাদের গ্রিন আইসিইউতে ছিলেন তিনি।
ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগে মারা গেছেন নিশোর বাবা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার–সংক্রান্ত শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।’
আফরান নিশোর বাবা মো. আবদুল হামিদ মিয়া ভোলা টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।