বয়স ৫৫ পেরিয়ে গেলেও এখনও হাজারো তরুণীর হৃদয় জুড়ে আছেন বলিউড সুপার স্টার সালমান খান। তাকে ঘিরে তাই আগ্রহের কমতি চিল না কোনো কালেই। শনিবার
প্রযোজক মুরাদ খেতানির পার্টিতে যোগ দিতে সেখান যান ভাইজান খ্যাত অভিনেতা। সেখানে বিলাসবহুল গাড়ি থেকে নামার পর তাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা।তাড়াহুড়ো করে হাতের পানি ভর্তি গ্লাস জিন্সের পকেটে লুকান সালমান।
পকেটে সেই গ্লাস রেখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সালমান। গ্লাসটি যাতে কারও চোখে না পড়ে, সে জন্য হাত দিয়ে আড়াল করারও চেষ্টা করেন তিনি। তবে তার সব চেষ্টাই বৃথা। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি। যেখানে দেখা যায় সালমানের লুকানো কাচের গ্লাসে ছিল পানির মতো এক ধরনের স্বচ্ছ তরল।
সালমানের গ্লাসে আসলে পানি ছিল না অন্য কিছু? যোগাযোগ মাধ্যমে এমনই সব প্রশ্নের উত্তর খুঁজছেন অনুরাগীরা। আবার জিন্সের পকেটে তাঁর গ্লাস রাখার ভঙ্গি নিয়েও রসিকতা করছেন অনেকে।
এক দশক আগেই ‘দাবাং’ সিনেমায় শার্টের কলারের পিছনে সানগ্লাস রাখার চল শুরু করেছিলেন সালমান। এবার কি তবে পকেটে গ্লাস রাখার ‘ট্রেন্ড’ চালু হচ্ছে, ওঠে গেছে সে প্রশ্নও?
খুব শীঘ্রই ‘কিসি কি ভাই.. কিসি কি জান’ সিনেমায় দেখা যাবে সালমানকে। যদিও কয়েকদিন আগ পর্যন্ত সিনেমাটির নাম ছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’। যেখানে গুঞ্জন, জ্যোতিষ শাস্ত্র মেনে ছবির নাম পরিবর্তন করেছে সালমান। তার ধারণা নতুন দেওয়া নামই বক্স অফিসে সাফল্য এনে দেবে সিনেমাটিকে।