অনেকদিন থেকেই পর্দার আড়ালে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। তবে সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। বিভিন্ন সময় ছবি এবং পোস্ট দিয়ে দর্শকদের মাঝেই থাকছেন তিনি। তাকে নিয়ে দর্শকদেরও আগ্রহের কমতি নেই। তাছাড়াও তো নানা গুঞ্জন লেগেই আছে তাকে নিয়ে।
তার ভেরিফাইড ফেসবুক পেজে মানুষকে সচেতন করতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে বুবলি বলেন, অনেক সময় জন্মদিন উপলক্ষে দুষ্টমি করে বন্ধু বান্ধবীর মুখ কেকের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়।
অনেক সময় কেকের উচ্চতা বেশি কিংবা ওজন বেশি হওয়ায় কেক এর মধ্যে সরু কাঠি বসানো হয় যাতে ভারসাম্য সঠিক থাকে। এমন অবস্থায় যেকোন দুর্ঘটনা হতে পারে এমনকি এসব সরু কাঠি চোখ নষ্টও করে দিতে পারে।
তাই সবার উদ্দেশে বুবলি বলেন, ‘ভুলেও আর কখনো কারো মুখ কেকের মধ্যে দিবেন না। নিজেও সাবধান হোন অন্যকেও সাবধান করুন।’