‘অ্যালোন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রসায়নের শুরু। আর এর পর থেকেই প্রেম। বিপাশা বসু আর করণ গ্রোভারের কাছে আসার গল্পটা ততটাও মিডিয়ার সামনে আসেনি। যদিও এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মা হচ্ছেন বলিউড তারকা বিপাশা বসু।সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।
ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। আমদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। এবার আমরা তিনজন হতে চলেছি’। আশীর্বাদ করুন আমাদের। ’ সেই পোস্টের কমেন্টে শুভকামনা জানিয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাটসহ অনেকে।
তবে বিপাশার প্রেগন্যান্সির গুঞ্জন বেশ কদিন আগে থেকেই। কিছুদিন ধরেই ঢিলেঢালা পোশাকে চলাফেরা করছিলেন বিপাশা। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি এতদিন। এবার আনুষ্ঠানিকভাবেই বিষয়টা জানান দিলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা।