২৭ বছর বয়সি মুস্তফা-ইবনে-জামিল একজন ক্যালিগ্রাফার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তার বসবাস। প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ কাগজে নিজ হাতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন লিখেছেন
তিনি। এতে সময় লেগেছে প্রায় সাত মাস।খবর ডয়চে ভেলের।
সম্প্রতি প্রকাশিত ডয়চে ভেলের এক ভিডিতে তিনি বলেন, নিজ হাতে কোরআন লিখতে সময় লেগেছে প্রায় তিন মাস। আর বর্ডারের নকশা করতে সময় লেগেছে আরও একমাস।
তিনি আরও বলেন, এত বড় কাজের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। ‘আমি কাশ্মীরে খুঁজেছিলাম পাইনি। তাই দিল্লিতে যেতে হয়েছিল। কাজ শেষ করার পর আমি বাড়ি ফিরেছিলাম’।
মোহাম্মদ কাশিম নামে এক দর্শক জানান, এখানকার লোকজন চিন্তাও করতে পারবে না কোরআন কীভাবে লেখা হয়েছে, তৈরি করা হয়েছে। এই লোকটি ইতিহাস গড়েছে।
কাশ্মীরে ক্যালিগ্রাফি হারিয়ে যাচ্ছিল। তবে জামিল তার কাজ দিয়ে অন্যদের উৎসাহ দিতে চান। ভবিষ্যতে এমন আরও কাজ করতে চান বলেও জানান জামিল।