২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলল জিম্বাবুয়ে। সেহেতু বাংলাদেশকে জিততে করতে হবে ১৫৭ রান। জিম্বাবুয়ের এ রান করার পেছনে মূল অবদান রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ঝোড়ো জুটির। সপ্তম উইকেটে ৩১ বলে রেকর্ড ৭৯ রান যোগ করেছেন তাঁরা।
নাসুমের করা ১৫তম ওভারে ৫ ছক্কা ও ১ চারে তুললেন ৩৪ রান। পরের ৩ ওভারে এসেছে ৩৬ রান। ১৮ ও ১৯তম ওভারে আঁটসাঁট বোলিং-ই করেছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
জঙ্গুয়ে ও বার্লের জোড়া উইকেটসহ হাসান দিয়েছেন মাত্র ৪ রান। শেষ বলে ওই মিসফিল্ডের পরও শেষ ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ৬ রান।
মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অধিনায়ক বদলালেও টস ভাগ্যের পরিবর্তন আসেনি বাংলাদেশ দলের। আগের দুই ম্যাচের অধিনায়ক নুরুল হাসান সোহানের মতো এদিনও টস হারেন নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে বল হাতে তুলে দিতে হয় সফরকারীদের।