সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোজ বোলে এই জয়ের ফলে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা গুটিয়ে গেছে মাত্র ১০১ রানে।
২৪ রানে পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দিয়েছেন চায়নাম্যান তাবরাইজ শামসি।
আরেক স্পিনার কেশভ মহারাজ নিয়েছেন দুই উইকেট। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন জনি বেয়ারস্টো। ১৭ রান এসেছে জেসন রয়ের ব্যাট থেকে।
এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে ডেভিড উইলির তৃতীয় বলেই কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ধাক্কাটা সামলে ৫ উইকেটে ১৯১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।
রেজা হেনড্রিক্স খেলেন ৫০ বলে ৭০ রানের ইনিংস। ৩৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। রাইলো রুশোর ব্যাট থেকে এসেছে ৩১ রান। অধিনায়ক ডেভিড মিলার ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাবরাইজ শামসি ম্যাচসেরা ও রেজা হেনড্রিক্স সিরিজ সেরা হয়েছেন।