ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিভিন্ন সমন্বয়হীন প্রকল্প রাজধানীবাসীর জন্য বিষফোরা। ঢাকাকে সাজাতে নেই কোনো পরিকল্পনা, বাস্তবায়ন হবে কীভাবে।
বুধবার বিকেলে জাতীয় প্রসক্লাবে রাজধানীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে চ্যালেঞ্জ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক এক নগর সংলাপে এই মন্তব্য করেন তিনি।
তাপস বলেন, অপরিকল্পিতভাবে নানা প্রকল্প ঢাকাকে আরো বিশৃঙ্খল করে তুলছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রাজধানীর ভেতর নামা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সামগ্রিকভাবে একটি শহরের সকল কিছু বিবেচনা করে ২০-৩০ বছরে কি হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শহর পরিকল্পনার কাজ হাতে নিয়েছে বলে জানান দক্ষিন মেয়র।
অনুমোদহীন বিভিন্ন ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে স্থপতিদের আরো সচেতন হবার আহবান জানান তাপস। এদিকে রাজধানীকে বিশ্রাম দিতে রাত ৮ টায় দোকান, ১০ খাবারের দোকান ও ১১ টায় ওষুধসহ অন্যান্য দোকানপাট বন্ধের প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলে জানান মেয়র। এই আলোচনায় রাজউক চেয়ারম্যান রাজধানীর নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন।