প্রতি বছরের ন্যায় এই বছর ও গলাচিপায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম তিরোধান উৎসব। প্রতি বছর ১৯ শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ীতে সমাবেশ ঘটে হাজারো ভক্তের।
৩ জুন শুক্রবার শ্রী শ্রী লোকনাথ মানবসেবা সংঘ প্রতি বছরের মতো এই বছর ও পালিত হলো লোকনাথ বাবার তিরোধান উৎসব । এই উৎসব উপলক্ষে গলাচিপা কালীবাড়ীতে শ্রী শ্রী লোকনাথ মনবসেবা সংঘ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে ৩দিন ব্যাপী অষ্টকালীন কীর্তন আয়োজন করা হয়েছে।
শনি বার কীর্তনের ২য় দিন। এই বছরে আয়োজনে ছিল উষা কীর্তন, পূজা অর্চনা, বাল্যভোগ ,গীতা পারায়ন , রাজভোগ ও বিশেষ প্রার্থনা । অলৌকিক শক্তিসম্পন্ন পরম মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর দিব্যজীবনের অবসান ঘটে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে। শ্রী শ্রী লোকনাথ বাবার এই তিরোধান উৎসবে অনেক দূর থেকে ভক্তরা ছুটে আসেন গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ীতে।
এ বিষয়ে শ্রী শ্রী লোকনাথ মানবসেবা সংঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি পরান বনিক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বাবার পূজা হচ্ছে এবং ৩দিন ব্যাপী অষ্ট কালী কীর্তনের আয়োজন করা হয়েছে।
সাধারন সম্পাদক হরিপদ হাওলাদার বলেন, ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, গলাচিপা কালীবাড়ী কমিটির সভাপতি দিলীপ বনিক, বাংলাদেশ পূজা উজ্জাপন কমিটির গলাচিপা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত প্রমুখ।