সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যােগে আজ ১৯ রমজান (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জগন্নাথপুর পৌর পয়েন্টেস্থ মাহিমা রেষ্টুরেন্টে মাহে রমজানের তাৎর্পয শীর্ষক আলোচনা সভা,
দোয়া ও ইফতার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনীর সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মাওলানা সুহেল আহমদ চুনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু, জগন্নাথপুর প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সাবেক সিলেট মহানগর ছাত্র মজলিস নেতা মাওলানা আব্দুর রব।
এসময় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল ওয়াহিদ, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস নেতা মুতিউর রহমান, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,
খেলাফত মজলিস সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তফজ্জুল হোসাইন, খেলাফত মজলিস পাটলী ইউনিয়ন শাখার মাওলানা আইয়ুব আলী, রানীগঞ্জ ইউনিয়ন শাখার হাফিজ মাওলানা মুজাহিদ আলী, সাংবাদিক রনি মিয়া, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী।