নাটোরের সিংড়ায় বর্ষবরণে বৈচিত্র্যময় ঐতিহ্যের ছোঁয়ায় নাটোরের সিংড়ায় পালিত হলো পহেলা বৈশাখ।
আজ সকাল থেকে নানা সাজে সিংড়া কোর্ট মাঠে বৈশাখকে স্বাগত জানাতে বাঙ্গালির শাড়িতে নারীদের সমাগম চোখে পড়ে। আজ সকাল ১১ টায় পহেলা বৈশাখ উপলক্ষে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে, সিংড়া কোর্ট মাঠ থেকে শুরু হয় বন্যার্ঢ র্যালি। র্যালি টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার, এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কামরুল হাসান কামরান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর, আশরাফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, আঞ্জুমান আরা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি, এস এম রাজু আহমেদ, চলনবিল মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি, আবু সাইদ, সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরে বাঙ্গালির ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করে শত শত মানুষ।