বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, নাট্য ও চলচ্চিত্র পরিচালক, চ্যানেল আই পরিবারের অন্যতম সদস্য, রবীন্দ্র-সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা, ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী, রংপুর গ্রুপের অন্যতম পরিচালক রবিন খান-এর পিতা ফজল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (৯ এপ্রিল) বাদ জোহর লালমনিরহাট জেলা শহরের নিউ কলোনী মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমকে সমাধিস্থ করা হয়।
এর আগে শুক্রবার (৮ এপ্রিল) রাত ৮ টায় বার্ধক্যজনিত কারনে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত এর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।