আলো ঝলমলে শহর হঠাৎই অন্ধকার। রহস্যজনকভাবে পুড়ে যাচ্ছে সড়কবাতি। মেয়র বলছেন, এটি রহস্যজনক। গত এক বছরে কোটি টাকার সড়কবাতি পুড়ে যাওয়ার পর টনক নড়েছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষের। এনিয়ে মামলাও হয়েছে। ষড়যন্ত্রের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
রাতের ঝলমলে আলোয় আলোকিত কিছু এলাকা। আবার হঠাৎ করেই অন্ধকারে নিমজ্জিত। কিছুক্ষণ আগেও যেখানে ছিল আলোর ঝলকানি, সেখানে কেনো অন্ধকার?
দীর্ঘ সময় ধরেই রাজশাহী মহানগরীর সড়ক বাতি হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে। এটিকে রহস্যজনক বলছেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আর এনিয়ে ক্ষুব্ধ তিনি।
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর পাল জানান, গত এক বছরে কোটি টাকার সড়ক বাতি নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে কিছুদিন আগেই বসানো হাই-মাস্ক লাইট। এরপরই নড়েচড়ে বসে সিটি করপোরেশন। ঘটনার রহস্য জানতে মামলাও করা হয়।
সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার পরই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় বৈদ্যুতিক শাখার কর্মচারী শাহীন। এরপরই বেড়িয়ে আসতে শুরু করে, নেপথ্যে থেকে কারা এতোদিন পুড়িয়েছেন নগর সড়কের বাতি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম আছে আমাদের কাছে। চলছে আরো অনুসন্ধান।
তবে মামলাটির তদন্ত পিবিআইয়ের কাছে আসার পর থেকে সড়ক বাতি পোড়ানো বন্ধ আছে, দাবি তদন্ত সংস্থার।