পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডাক্তারদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ডাক্তার মো. মস্তফা সিকদার। সাধারণ মানুষের প্রাণের মানুষে পরিনত হয়েছেন তিনি।
সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে। তার কাছে গেলেই মানুষ চিকিৎসা সমাধান পান বলে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি প্রায় ৪ (চার) বছর যাবৎ এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রুগীদের সেবা ও চিকিৎসা দিয়ে গেছেন। বিশেষ করে দক্ষিনের রাঙ্গাবালী উপজেলা থেকে ও হাজার হাজার রোগী তাঁর সেবা ও চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি অসহায় রোগীদেরকেও আর্থিক সহযোগীতা করে থাকেন বলে জানা যায়।
বর্তমানে তিনি আবারো গলাচিপা পৌরসভায় তাঁর সিকদার ক্লিনিক এন্ড ডায়গনিষ্ট সেন্টারে তিনি নিয়মিত সেবা দিবেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানান। সরেজমিনে দেখা গেছে তার ক্লিনিকে বিভিন্ন রিপোর্টে কোন ধরনের ত্রুটি পাওয়া যায় নাই। এছাড়া, ঐ ক্লিনিকে স্বল্প খরচে রুগীদের বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করানো হয়। এমনকি অনেক গরিব রোগীদের কাছ থেকে পরীক্ষা নীরিক্ষার ফি ও কোন রিপোর্টের ফি নেয়া হয় না। এতে করে গলাচিপা ও রাঙ্গাবালী এ দু’ উপজেলার রুগী ও সাধারণ জনগণের হৃদয়ে এক সু-চিকিৎসক হিসেবে স্থান করে নিয়েছেন ডাক্তার মো. মস্তফা সিকদার। ইতি মধ্যে অত্র এলাকায় তার সুখ্যাতি ছড়িয়ে পরেছে। এ বিষয়ে রোগী সাজ্জাদ আহমেদ মাসুদ, রফিকুল ইসলাম রুবেল, জসিম উদ্দিন, শাহনাজ পারভিন শিল্পি, মিথিলা, সম্পা দাস, পুতুল রানী দাস, নিমাই দাস, প্রসান্ত দাস এ প্রতিবেদককে জানান, ডাক্তার মো. মস্তফা সিকদার অল্প সময়ের মধ্যে রোগী ও জনসাধারণের মনকে জয় করে নিয়েছেন।
তিনি একজন ভাল মনের মানুষ। আল্লাহ তাকে অনেক ধৈর্য্য দিয়েছেন। তার মোবাইল ফোনে যে কোন রোগী যে কোন সময়ে ফোন দিলে তিনি তৎক্ষনাত ঘটনাস্থলে পৌঁছে রোগীর চিকিৎসা ও সেবা দিয়ে থাকেন। এ বিষয়ে ডাক্তার মো. মস্তফা সিকদার জানান, আমি এই এলাকারই সন্তান। ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করাই আমার প্রধান দ্বায়িত্ব ও কর্তব্য। এটা আমার কাছে একটা মানবিক দ্বায়িত্বও বটে। আমি যথা সম্ভব রোগীদেরকে সঠিক চিকিৎসা ও ভাল সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিগত কিছুদিন গলাচিপা না থাকায় রোগীরা আমাকে ফোন করে।
আমি আবার গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলাবাসীকে সেবা দিয়ে যাব। সিকদার ক্লিনিক এন্ড ডায়গনিষ্ট সেন্টারটি গলাচিপা পৌরসভায় ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোডে উপজেলা অফিসের পূর্ব পাশে কোর্ট মসজিদ সংলগ্ন স্থানে। সিরিয়ালের জন্য যোগাযোগ নম্বর ০১৭২১০২৫২২২, ০১৩২৩৬৪২২৫১, ০১৩২৩৬৪২২৫২, ০১৩২৩৬৪২২৫৩।