নেত্রকোণা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশজ সংস্কৃতি বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে।
গতকাল সন্ধ্যায় নেত্রকোণা রাজুর বাজার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত বাউল রশিদ উদ্দিন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বরেণ্য এ বাউল সাধকের রশিদ উদ্দীন (১৮৮৯ -১৯৬৪) নেত্রকোণা পৌরসভাধীন বাহিরচাপড়া গ্রামে রশিদ উদ্দীনের জন্ম। তাঁকে মালজোড়া বাউল গানের স্রষ্টা মনে করা হয়। তিনি মূলত সঙ্গীত আশ্রয়ী বাউল কবি। সেইসাথে তিনি লোকজ দার্শনিক, ধর্মতাত্ত্বিক, সাম্যবাদী মরমি সাধক।
নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মুর্তজা কামাল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।