নাটোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সিরাজুল ভাতুরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
এলাকাবাসী ও মৃতের পরিবার জানান, শনিবার সকালে নিজ বাড়িতে ঘরের চাতালে মজুদ রাখা ভুট্টা পারার সময় তাকে বিষাক্ত সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে ওঝা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ওঝার পরামর্ম অনুযায়ী সিরাজুলকে সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। কিন্তু রামেক হাসপাতালে নেয়ার সময় পথেই সিরাজুলের মৃত্যু হয়।