লঞ্চে আগুনে দগ্ধদের চিকিৎসা দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে যাচ্ছেন ছয় সদস্যের একটি মেডিকেল টিম।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরিশাল হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দিতে আমাদের প্রশিক্ষিত ছয় বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন। তাদের চারজন ঢাকা থেকে যাচ্ছেন, আরও দুইজন ঢাকার বাইরে অবস্থান করছেন; তারাও বরিশালে যাচ্ছেন।
ওই ৬ চিকিৎসক হচ্ছেন- ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মাশরুর রহমান আবির ও ডা. নুর আলম, রেজিস্টার ডা. মোরশেদ কামাল, ডা. মৃদুল কান্তি সাহা এবং ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের ডা. ইশতিয়াক ও ডা. মুনতাসির।
সামন্ত লাল সেন বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, আট দগ্ধকে ঢাকায় আনা হচ্ছে। আমি সন্ধ্যার পর থেকেই থাকবো। তারা হয়তো ৮-৯টার দিকে হাসপাতালে চলে আসবেন।
প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।