এসো মিলি সবে নবান্নের উৎসবে এই শ্লোগানে, নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।
আজ বিকালে একাডেমি অডিটরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজংয়ের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়।
নবান্ন উৎসব উপলক্ষে মালা আরেংয়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ প্রিন্সিপাল মনীন্দ্রনাথ মারাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন সান্ন্যাল, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান, দুর্গাপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মানিক চন্দ্র সাহা সহ অনেকে।
পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।