পটুয়াখালীতে ‘দি স্কয়ার হাসপাতাল’-এর শুভ উদ্বোধন। মানসম্মত স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত। বুধবার বিকেলে হাসপাতালের প্রধান ফটকে ফিতা কেটে এই অত্যাধুনিক চিকিৎসা সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ পুর্জা ভান্ডারী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ রানা এম.এ.। পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের পূর্ব পাশে জেলা পরিষদ রোডে অবস্থিত এই হাসপাতালটি। হাসপাতাল কর্তৃপক্ষ স্বল্প খরচে জনসাধারণকে বিভিন্ন ধরনের অপারেশন ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষভাবে গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রেখেছে, যা এটিকে একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দৃঢ় আশা প্রকাশ করেন যে, “দি স্কয়ার হাসপাতাল” পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের মানসম্মত চিকিৎসা সেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। he Square Hospital Patuakhali, পটুয়াখালী দি স্কয়ার হাসপাতাল, পটুয়াখালী হাসপাতাল উদ্বোধন, পটুয়াখালী নতুন হাসপাতাল বিষয়ভিত্তিক ট্যাগ: পটুয়াখালীর খবর, Patuakhali News, Patuakhali Local News, পটুয়াখালী স্বাস্থ্যসেবা, স্বল্প খরচে চিকিৎসা, মানসম্মত স্বাস্থ্যসেবা, Hospital Inauguration ceremony, Quality Healthcare Patuakhali ব্যক্তি ও স্থান সম্পর্কিত ট্যাগ: ডাঃ পুর্জা ভান্ডারী, মোঃ মাসুদ রানা, পটুয়াখালী জেলা পরিষদ রোড, পটুয়াখালী সরকারি কলেজ মসজিদ ২. ডেসক্রিপশন হ্যাশট্যাগ (Description Hashtags): এই ৩-৪টি হ্যাশট্যাগ আপনার ভিডিওর ডেসক্রিপশন (Description) বক্সে লিখুন।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






