লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে রতন ব্যাপারী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে গ্রেপকতার রতন ব্যাপারীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।
রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া গ্রামের বাদল ব্যাপারীর ছেলে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার কয়েকটি থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সোনালী ব্যাংকের পেছনের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত নৈশ প্রহরী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা আসেন। ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়া ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে টাকাসহ কোনো কিছুই খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে। পরে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাজু মিয়া। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মামলায় অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে সদর উপজেলার বড়বাড়ি থেকে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, অনুসন্ধান চালিয়ে রতনকে ব্যাংক ডাকাতির চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি হত্যা, চুরি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪জানুয়ারী শুনানির দিন ধার্য করেন।
লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ব্যাংক ডাকাতির চেষ্টা মামলায় গ্রেপ্তার রতনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার গভীর রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে চুরির সরঞ্জাম ফেলে পালিয়ে যায় চক্রটি।