বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
১২ মে রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে বর্তমান সভাপতি বশির আহমদ ১৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন পেয়েছেন ৬ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ সাধারন সম্পাদক মোঃ নজমুল ইসলাম চৌধুরী ১৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমর উদ্দিন পেয়েছেন ৮ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আবু মিয়া ১৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল মিয়া পেয়েছেন ১২ভোট।
সাংগঠনিক পদে শাহজান মিয়া ১৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রনি মিয়া পেয়েছেন ১১ভোট।
এছাড়া কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে হোসেন আহমদ অলিউল্লাহ, কোষাধ্যক্ষ পদে দীপক কুমার দেব ও দপ্তর সম্পাদক পদে জাকির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জুহেল মিয়া, সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল করিম ও বিভাস দেব, পিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালীপদ দাস। নির্বাচনে মোট ৩২জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।