বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ আবারো হাসপাতালে নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়া হাসপাতালে নেওয়া হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ ম্যাডামকে বিকাল ৫টায় হাসপাতালে নেওয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে গত ১৩ জুন রাতে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।