মোতাহার হোসেন এমপি বলেছেন – বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন পতাকা দিয়ে গেছেন কিন্তু উন্নয়ন দিতে পারেন নাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই উন্নয়ন দিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি বলেছেন দেশের উন্নয়নের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য বঙ্গবন্ধু যে আত্মত্যাগ দিয়ে গেছেন সেই আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য আমরা আজ স্বাধীন বাংলাদেশে বাস করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে পাঁচ গ্রামের বাউড়ায় ৭ নং ওয়ার্ডের হাড়িকুড়ির বিলের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২২ ২৩ অর্থবছরের গ্রামীণ রাস্তা ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল ইসলামের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব রুহুল আমিন বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন লিপু, বাউরা ইউপি চেয়ারম্যান রাবিউল হক মিরন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি – আনিসুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক – সঞ্জয় কুমার বাপ্পা প্রমুখ। শুরুতে শেষ কোরআন তেলাওয়াত করেন – মাওলানা রাশিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানে পাটগ্রাম থানার ওসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রঞ্জু ও বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রী মহাদেব চাঁদ ভুতুরিয়া উপস্থিত ছিলেন।