মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-আলম।
বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তুলেজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ লতিফ।
এসময় উপস্থিত ছিলেন গৌরী চন্দ সিতু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সকালে শহরের র্যালী করে এবং নবাবগঞ্জ সরকারী কলেজের হলরুমে আলোচনা সভা করে।
সভায় বক্তব্য রাখেন ইনসাব’র উপদেষ্টা শহীদুল হুদা অলক, বিশিষ্ট ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা। এছাড়া, দর্জি শ্রমিক, রেস্তোরা শ্রমিকসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে।