পটুয়াখালীর গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গলাচিপা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও পানপট্টি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আবদুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খা প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, কেন্দ্র থেকে যে ঘোষণা দেয়া হবে তা আমরা শত প্রতিক‚লতার মধ্যেও সফল করব। আর এরই অংশ হিসেবে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। এছাড়া আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর।