১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা, রচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের
সম্মাননা স্মারক ও উত্তরীয়,বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ সোমবার বিকেলে শহরের তমালতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেন আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাূেদের সম্মাননা স্মারক ও উত্তরীয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
১৩মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ মো. আমির উদ্দিনের সভাপতিত্বে ও কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ারের উপদেষ্টা মোনালিসা শাহরিন সুস্মিতা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইসমত পাশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, কবি আলী জহির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, পতাকা উদযাপন পর্ষদের অন্যতম কর্মকর্তা শাফি আল ঋভু, অ্যাড. ইউসুফ আলী, সাংস্কৃতিক কর্মী তারিকুল ফেরদৌস, মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী ফকির প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের গৌরীপুর কাচারী মাঠে বিশাল ছাত্র সমাবেশে ছাত্রসংগ্রাম পরিষদের নেতা ও আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু জামালপুরে প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন। ওই সমাবেশের মধ্য দিয়েই জামালপুরে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের পর আব্দুল মতিন মিয়া হিরু পরবর্তীতে টাঙ্গাইল-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। ২০১৭ সালের ৫মে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য যে, জামালপুরের ভাষাসৈনিক চিরকুমার কয়েস উদ্দীন সরকারকে সম্মাননা দেয় ফাউন্ডেনশনটি। একই সঙ্গে জেলার ৭ উপজেলার ৭ বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় দেওয়া হয়।
সম্মানমাপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মাদারগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সামিউল হক, মেলান্দহের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বকশিগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, ইসলামপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জামালপুর সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রফেত উল্লাহ ও সরিষাবাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ