ময়মনসিংহের নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এপি ওয়ার্ল্ড ভিশন নান্দাইল শাখার আয়োজনে ১১৯টি বকনা গরু বিতরণ করা হয়।
নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এছাড়া এপি প্রোগ্রাম অফিসার অপর্ণা ঘাগ্রা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা পশু হাসপাতালের ভেটেনারি সার্জন অমিত দত্ত, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন ও গোলাম আহম্মেদ খান রুপক, প্রভাষক মাহদিউল আলম সারোয়ার সোহাগ সহ নান্দাইলে কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম সহ সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের সদস্যগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ওয়ার্ল্ড ভিশন সবসময় নান্দনিক কাজ করে থাকে। তারা হতদরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রমোট করে তুলে। যা অন্যান্য এনজিওদের মতো নয়। তবে সরকারের পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলেই সহযোগিতা করতে হবে।