ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য নাগরিক তৈরি হবে। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদরপুর উপজেলার ৩৩ নম্বর ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে। আজ বিদ্যালয়ে এক তলা ভবন করেছি, আগামীতে ৪ তলা করবো। বিদ্যালয় মাঠ ভরাট, রাস্তা নির্মাণ ও আইসিটি ভবন করে দেবো। আপনাদের যে উন্নয়ন করে দিচ্ছি তার সব প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যালয়ের সভাপতি শেখ আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।