পটুয়াখালীর গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা আ. বারেক ঢালীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আ. বারেক ঢালী গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা পৌরসভার প্রথম প্রশাসক, গোলখালী ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে ও সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা আ. বারেক ঢালীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আশীষ ঢালী প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।