ধর্মমীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গাসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ, ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারি) বিকেলে শহরের দয়াময়ীমোড় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেন বণিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুপ কুমার দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার পন্ডিত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব দে বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক সরস্বতী রাজবর,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সুভাস চন্দ্র সাহা, ব্যবসায়ী বিষয়ক সম্পাদক চন্দন দত্ত, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুল রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি বিদ্যুৎ কুমার দেব প্রমুখ।
বক্তারা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গাসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ, ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।